Web Analytics

দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে ফেনীর ২০০ বছরের পুরোনো প্রতাপপুর জমিদারবাড়ি। ১৮২২ সালে নির্মিত ঐতিহাসিক এ প্রাসাদ এখনও জমিদারদের উত্তরাধিকারীদের মালিকানায় রয়েছে। বিদ্যুৎ, শৌচাগার ও নিরাপত্তাহীন এই স্থানে প্রতিদিন দর্শনার্থী এলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা এর সংস্কার ও পর্যটন উপযোগী করার দাবি জানাচ্ছেন। প্রশাসন বলছে, জমিদার পরিবারের সঙ্গে আলোচনা চলছে, তবে ব্যক্তিমালিকানার কারণে সরকারি উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

15 Jun 25 1NOJOR.COM

সংস্কারের অভাবে ধ্বংসের পথে ফেনীর ঐতিহাসিক প্রতাপপুর জমিদারবাড়ি

নিউজ সোর্স

ফেনীর ঐতিহাসিক জমিদারবাড়ি : সংস্কারহীনতায় জৌলুস হারাচ্ছে

ফেনীতে ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক প্রতাপপুর জমিদারবাড়ি। বাংলা ১২২৮ সালের ১৩ ফাল্গুন জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ জমিদারবাড়ি নির্মাণ করেন তৎকালীন জমিদার রামনাথ কৃষ্ণ সাহা।