Web Analytics

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের কাছে লার সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। বুধবার সংঘটিত এই হামলার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। হামলাটি সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সৈন্যদের লক্ষ্য করে চালানো হয়।

আইআরজিসির কুদস আঞ্চলিক সদর দফতর এক বিবৃতিতে জানায়, হামলার পরপরই সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান শুরু করা হয়েছে। ঘটনাস্থল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর ঘন ঘন হামলার শিকার হচ্ছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে। নতুন এই হামলা সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

11 Dec 25 1NOJOR.COM

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সন্ত্রাসী হামলায় তিন আইআরজিসি সেনা নিহত

নিউজ সোর্স

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ সেনা নিহত

ইরানে ‘সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর’ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন।  বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি।
আইআরজিস