সুইদায় তীব্র সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত্যু প্রায় এক হাজার, যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থ সরকার
সিরিয়ার দ্রুজ অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে শনিবার ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষের প্রেক্ষিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মেশিনগান গুলির শব্দ ও মর্টার শেল বিস্ফোরণে শহরটি কেঁপে ওঠে। এর ফলে পরিস্থিতি হয়ে ওঠে আরো উত্তপ্ত। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান জানিয়েছে, গত এক সপ্তাহে সুইদার আশপাশের এলাকায় সংঘর্ষে অন্তত ৯৪০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স।