ঈদের নামাজ শেষে শহিদ ফারহানের বাসায় জামায়াত আমির
আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে গণঅভ্যুত্থানের শহিদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি শহিদ ফারহানের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ ফারহানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এর আগে নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহিদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।