Web Analytics

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। শুক্রবার ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার টানানো রয়েছে কিংবা ইতোমধ্যে টানানো হয়েছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আরও বলেন, নির্ধারিত তারিখ থেকে প্রার্থীরা আচরণবিধি অনুযায়ী প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

Card image

নিউজ সোর্স

ডাকসুর নির্বাচনী প্রচারণা: পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) ডাকসু ও হল নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।