Web Analytics

গণঅভ্যুত্থানে মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৯ জুলাই মিরপুর ১০নং গোল চত্বর এলাকায় গণঅভ্যুত্থানে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের শরীরে গুলি লাগে। পরে শহীদ হলে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন মা বিউটি। এই মামলার আসামি মমতাজ।

13 May 25 1NOJOR.COM

মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

নিউজ সোর্স

সাবেক সংসদ সদস্য মমতাজ রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।