আন্তর্জাতিক সম্প্রদায় কি অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলছে
ইসরায়েলের গাজা আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ ও নিন্দা দিন দিন বাড়ছে। তেলআবিব দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর মদদ পেয়ে এলেও সম্প্রতি কিছু রাষ্ট্র ও গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে, নিচ্ছে কার্যকর পদক্ষেপও। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের দুই চরমপন্থী মন্ত্রীকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এক যৌথ বিবৃতিতে তারা গাজায় ‘সহ্যের সীমা ছাড়ানো মানবিক বিপর্যয়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে অভিযুক্ত করেছে।