বিসিএস ও বিটিএর চুক্তি : চা শিল্পের কর্মচারীদের মূল বেতন বাড়বে ৫% হারে
বাংলাদেশের চা বাগান মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশীয় চা সংসদ (বিসিএস) ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে বাংলাদেশ চা শিল্পের কর্মচারীদের সিবিএ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। বেতনভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিসংক্রান্ত এ চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মূল বেতন বাড়বে ৫ শতাংশ হারে। পাশাপাশি অন্যান্য আর্থিক সুবিধাও বৃদ্ধি পাবে।