Web Analytics

শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে দাবি করে কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর আমাদের ভরসা নাই। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি। নতুন কর্মসূচি নিয়ে আবার জোরালো আন্দোলন শুরু হবে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

Card image

নিউজ সোর্স

RTV 23 Apr 25

ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

পলিটেকনিক শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করে আসছে। সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে তারা। এসময় তারা ছয় দফা দাবি তুলেছে। এসব দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। তবে এই কমিটির ওপর আস্থা নেই বলে জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।