সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , মঙ্গলবার রাতে শুক্কুর আলী ভাটারা বাজারে ঘুরাফেরা করলে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সে হিন্দিতে কথা বলে। তবে আধো বাংলা ও ইংরেজি বলতে পারে। তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ত্রিপুরা রাজ্যের, ১৪-১৫ দিন আগে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।