Web Analytics

মানবপাচারের শিকার হওয়া ১৮ বাংলাদেশি দেশে ফিরবেন আজ। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে একটি বিমানে তাদের দেশে ফেরার কথা রয়েছে। মায়ানমারের ভয়ংকর স্ক্যাম সেন্টারে বন্দি ছিলেন তারা। সেই দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি। জানা যায়, চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর মায়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো। ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলছে। আজ রাতে তারা মাতৃভূমিতে ফিরবেন।

Card image

নিউজ সোর্স

মায়ানমারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরছেন ১৮ বাংলাদেশি

মানবপাচারের শিকার হওয়া ১৮ বাংলাদেশি দেশে ফিরবেন আজ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে থাইএয়ারওয়েজ (TG-339) একটি বিমানে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।