যুক্তরাষ্ট্র সফরের আগে বড় ধাক্কা খেলেন মোদি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, অ্যালুমিনিয়াম ও ইস্পাতজাত পণ্যের ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক বসানো হবে। চলতি সপ্তাহ থেকেই এই শুল্ক কার্যকর হবে। এই ঘোষণা এমন সময় দিলেন ট্রাম্প যখন আগামীকাল ১২ ফেব্রুয়ারি দুই দিনের সফরে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।