Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে উপস্থাপিত ড্রোন শো-তে দেখা যায়, 'আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।' উপদেষ্টা আসিফ মাহমুদ এটি ফেসবুকে শেয়ার করে ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘সেল্ফ ক্রিটিক’। এদিকে গতকালের অনুষ্ঠানে শো-এর শুরুতে দেখা যায়, একটি হাত ‘ডু ইউ মিস মি?’ লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে। পরক্ষণেই আকাশে ভেসে উঠে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ানক মুখাকৃতি। এরপর আকাশে ভেসে উঠে হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। যার নিচে ‘খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ’ লেখা দেখা যায়। এছাড়া ড্রোন শো-তে তুলে ধরা হয় শেখ হাসিনার নানান কুকর্মের চিত্রও।

06 Aug 25 1NOJOR.COM

ড্রোন শো-তে দেখা যায়, 'আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।'

নিউজ সোর্স

RTV 06 Aug 25

এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপস্থাপিত হয়েছে প্রযুক্তি নির্ভর বিশেষ ড্রোন শো-তে দেখা যায়-আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।