Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ডের টাগ বোট ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর সদস্যরা প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) থেকে ‘প্রশংসাপত্র’ লাভ করেছে। গত বছর চট্টগ্রামের বহির্নোঙ্গরে ‘এমটি বাংলার সৌরভ’ ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ ও ৪৮ জন ক্রু উদ্ধার করায় এই স্বীকৃতি দেওয়া হয়। ‘প্রমত্ত’ কঠিন আবহাওয়া ও স্রোতের মধ্যেও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়, যা আইএমও কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানের সাহসিকতা ও পেশাদারিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

নিউজ সোর্স

আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড

অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডের টাগ বোট ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর সদস্যদের ‘প্রশংসাপত্র (Letters of Commendation)’ প্রদান করেছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।