Web Analytics

ছাত্রশিবির নেতা আজিজুর রহমান আজাদ ফেসবুকে লিখেছেন, বর্তমানে ছাত্রশিবিরের কর্মীদের নামে ১১ হাজারের অধিক রাজনৈতিক মামলা রয়েছে। এ নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতিসহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরো লিখেছেন, মামলার সলুশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। আমি নিজে আগারগাঁও, উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি, তবুও কাজ হয়নি। অবশেষে ২বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকালে মেসেজ এসেছে আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি! আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না।’ হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে।

Card image

নিউজ সোর্স

শিবির নেতার অভিযোগ, আইন উপদেষ্টা রাজনৈতিক মামলা প্রত্যাহারে আশ্বস্ত করলেও ৮ মাসেও কাজ হয়নি, পাসপোর্ট পেতে ভোগান্তি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।