আমার মা ও ছয় ভাইবোনকে পুড়তে দেখেছি
রাত গভীর। হঠাৎই শত শত মানুষের আশ্রয় কেন্দ্র স্কুলটি পরিণত হয় জলন্ত মৃত্যুকূপে। সে আগুনের মধ্য দিয়েই কোনো রকমে বেঁচে ফেরে সাত বছরের ছোট্ট মেয়ে ওয়ার্দ শেখ খলিল। আগুনের লেলিহান শিখার মাঝে মেয়েটির ক্লাস রুম থেকে বের হওয়ার সেই করুন দৃশ্যটি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।