Web Analytics

সামান্তা শারমিন হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বলে আখ্যায়িত করেছেন। কারবালার আত্মত্যাগ, বিশেষ করে নারী যোদ্ধাদের সংগ্রামের উদাহরণ টেনে সামান্তা বলেন, গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালার ইতিহাস। এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিখেছেন, এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। জুলাইয়ের সেই তরুণীর স্মৃতির প্রতি আমাদের এক প্রতিশ্রুতি রয়েছে, যিনি আমাদের প্রতি প্রশ্ন রেখে গেছেন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’ তিনি লিখেছেন, বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! সামান্তা লিখেছেন, নারী-অধিকার ও প্রতিরোধের নতুন চিন্তা দরকার।

07 Jul 25 1NOJOR.COM

গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে শক্তি-সাহস, আত্মমর্যাদা আর আত্মত্যাগের অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে কারবালা: সামান্তা

নিউজ সোর্স