গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের যে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, ২১ জুলাই রাতে বিমান দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা চলায় দেরিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, পরীক্ষার বিষয়ে উপদেষ্টাদের মধ্যে আলাপের পর সবদিক বিবেচনায় যথাসময়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। প্রশ্নপত্র সরানোসহ প্রশাসনিক কাজ থাকায় হুট করে পরীক্ষা পেছানো সম্ভব ছিল না। পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার। দুর্ঘটনার পর কোনো বিশৃঙ্খলা হয়নি বলেও দাবি করেন তিনি। তবে মাইলস্টোন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেও স্বীকার করেন।
২১ জুলাই রাতে বিমান দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা চলায় দেরিতে সিদ্ধান্ত নেওয়া হয়: শিক্ষা উপদেষ্টা
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।