ইউরোপে যাচ্ছে পাট, হোগলাপাতা ও কচুরিপানার হস্তশিল্প
পাট, হোগলাপাতা, কচুরিপানা কিংবা খড়ের মতো প্রাকৃতিক উপাদানগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশবান্ধব হস্তশিল্প ও নিত্য ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের নারী উদ্যোক্তা সাবেকুন্নাহার মিতু। তার পরিচালিত ‘লাম ক্রিয়েশনের’ দুটি কারখানায় উৎপাদিত এসব পণ্য বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এ উদ্যোক্তা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন।