জেলে ইমরান খানের সঙ্গে নওয়াজ শরিফের বৈঠকের গুঞ্জন
মিডিয়ায় ছড়ানো ইমরান খানের সঙ্গে নওয়াজ শরিফের বৈঠকের খবরে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই বলেছে, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ জেলে বন্দি পিটিআইপ্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তারা এ বিষয়ে কেবল নওয়াজ শরিফ বা পিএমএল-এন নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলেই প্রতিক্রিয়া জানাবে।