কেএমপি কমিশনার জুলফিকারের পদত্যাগ দাবিতে প্রেস সচিবের সহযোগিতা কামনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলীর পদত্যাগ দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমের সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারীরা।
রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে খুলনায় কেএমপি কমিশনার মো. জুলফিকার আলীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলামের সঙ্গে সাক্ষাতে তারা এই সহযোগিতা চান। জুলাই মাসের আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী এসআই সুকান্তকে আটকের পর ছেড়ে দেওয়ায় এ বিক্ষোভ শুরু হয়। প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিষয়টি জানানোর অনুরোধ জানান প্রেস সচিবকে।
খুলনা পুলিশ কমিশনারকে অপসারণে প্রেস সচিবের সহযোগিতা চাইলেন বিক্ষোভকারীরা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলীর পদত্যাগ দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমের সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারীরা।