দেশের ৫৫ দশমিক ৬৩ শতাংশ কৃষি জমির টেকসই ব্যবহার হচ্ছে না: বিবিএস
দেশের ৫৫ দশমিক ৬৩ শতাংশ কৃষি জমি উৎপাদনশীল ও টেকসইভাবে ব্যবহার হচ্ছে না। তবে ৪৪ দশমিক ৩৭ শতাংশ জমির টেকসই ব্যবহার হচ্ছে। উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ ২০২৫ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার ( ৩০ জুন) প্রথমবারের মতো করা জরিপটির ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রাজধানীর আগারগাঁও এ বিবিএস সম্মেলন কক্ষে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।