সুখবর দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়া রোধে সরকার উপবৃত্তির পাশাপাশি দুপুরের খাবারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। হবিগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি জানান, ইতোমধ্যে ১৫০টি উপজেলায় দুপুরের খাবার কার্যক্রম চালু হয়েছে, যা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে। ভাটি অঞ্চলে মৌসুমি শ্রমে যুক্ত হয়ে পরিবারের সঙ্গে বাইরে চলে যাওয়া শিশুদের পড়ালেখা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিশুদের ঝরে পড়া রোধে উপবৃত্তি ও দুপুরের খাবার দিচ্ছে সরকার: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।