Web Analytics

ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনও হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র। অনেকেই এটি জানেন না। এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতা। এতে মোট ছয়জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের বিরুদ্ধে ‌নিন্দা জানায়। তবে কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল হোয়াইট হাউস থেকে।

16 Sep 25 1NOJOR.COM

বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনও হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র: ট্রাম্প

নিউজ সোর্স

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে আর কোনও হামলার নির্দেশ দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার হলো গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ। খবর আনাদুলো এজেন্সি।