ডুয়েল ফ্রন্ট ক্যামেরাসহ আসছে নতুন আইপ্যাড প্রো
অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রো আসছে এক নতুন চমক নিয়ে, দুটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা! একদিকে ল্যান্ডস্কেপ পাশে, অন্যদিকে পোর্ট্রেট পাশে থাকবে এ ক্যামেরাগুলো। ফলে ব্যবহারকারী যে ভিউতেই ডিভাইসটি ধরুন না কেন, ফেসটাইম, ভিডিও কনফারেন্স কিংবা সেলফি, সব ক্ষেত্রেই ফ্রেমের কেন্দ্রে থাকা নিশ্চিত হবে।