মেসির হাতেই উঠল মেজর লিগ সকারের শিরোপা
লিওনেল মেসি যখন মেজর লিগ সকার (এমএলএস)-এ যোগ দেন, তখন ইন্টার মিয়ামি দলটি ছিল একেবারে নিচের দিকে। কিন্তু দলে মেসি আসার পর রাতারাতি যেন বদলে যায় দলটির সার্বিক পরিস্থিতি। প্রথম মৌসুমেই তারা জিতে নেয় লিগস কাপ। এরপর সাপোর্টার্স শিল্ড জয়ের পর তারা ইস্টার্ন