Web Analytics

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান। এ দেশকে ভারতের দালালমুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়ে গেছে। যতদিন ভারতের দালালমুক্ত করতে পারবেন না, ততদিন এ দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। যোগ্যদের বলেন, তোমরা আছ, সুন্দরভাবে কাজ কর। তাহলে সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ভারত যখন ভিসা দিচ্ছে না, তখন পাসপোর্টের ওপর কেন লিখে দিচ্ছেন না 'একসেপ্ট ইন্ডিয়া'। চীনের সঙ্গে কথা বলে দেশে দুই-তিনটা বড় বড় হাসপাতাল করেন। চীনে কম টাকায় চিকিৎসার ব্যবস্থা করেন। ভারত পেঁয়াজ দেয়নি, চাল দেয়নি- আমরা কি না খেয়ে মরে গেছি।

Card image

নিউজ সোর্স

আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান। এ দেশকে ভারতের দালালমুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়ে গেছে। যতদিন ভারতের দালালমুক্ত করতে পারবেন না, ততদিন এ দেশ এগিয়ে যেতে পারবে না। এভাবে স্থবিরভাবে আমরা বসে থাকতে পারি না।