সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ : কমপক্ষে ৫০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী নির্বাচনে কমপক্ষে ৪০-৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি। দলের কোন কোন নেতা প্রার্থী হবেন, ইতোমধ্যে তা জানতে চাওয়া হয়েছে। তবে এবি পার্টি কোনো জোটে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামী নভেম্বর বা ডিসেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।