‘চোখে জল নিয়ে নাচা যায় না’, মোদির সফর নিয়ে ক্ষুব্ধ মণিপুরবাসী
আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মণিপুরবাসী। চোখের পানি শুকায়নি ভুক্তভোগীদের। এরইমধ্যে আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার সম্মানে প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী। কিন্তু ভুক্তভোগী মানুষরা বলছে, নাচ-গান নয়, দরকার সুবিচার আর সমস্যার স্থায়ী সমাধান।