Web Analytics

দুই বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মনিপুর এখনও ক্ষতবিক্ষত। এই সংঘর্ষে ২৬০-এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে কুকি ও জো সম্প্রদায়সহ স্থানীয় জনগণ সাংস্কৃতিক অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, নাচ-গান নয়, দরকার সুবিচার ও স্থায়ী সমাধান। ভুক্তভোগী ও বাস্তুচ্যুত কমিটি জানাচ্ছে, শোক এখনও শেষ হয়নি এবং সরকারের বিলম্বিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন।

11 Sep 25 1NOJOR.COM

মনিপুরবাসী মোদির সফরের আগে উদযাপন প্রত্যাখ্যান করে, দাবি সুবিচার ও স্থায়ী সমাধান

নিউজ সোর্স

‘চোখে জল নিয়ে নাচা যায় না’, মোদির সফর নিয়ে ক্ষুব্ধ মণিপুরবাসী

আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মণিপুরবাসী। চোখের পানি শুকায়নি ভুক্তভোগীদের। এরইমধ্যে আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার সম্মানে প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী। কিন্তু ভুক্তভোগী মানুষরা বলছে, নাচ-গান নয়, দরকার সুবিচার আর সমস্যার স্থায়ী সমাধান।