Web Analytics

সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, নির্বাচন বাতিলের আশঙ্কা অনেকটা কেটে গেলেও পুরোপুরি দূর হয়নি। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণার প্রতিটি ধাপে কারসাজিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু বলা যাবে না।

তিনি সতর্ক করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা দেখা দিলে নির্বাচনের অনিশ্চয়তা আবারও বাড়তে পারে। তাই নির্বাচনকে সুষ্ঠু করতে গভীর সংস্কার প্রয়োজন। বদিউল আলম বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে।

‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ আয়োজিত এই আলোচনায় লেখক আলতাফ পারভেজ ও সংগঠনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ অন্য বক্তারাও নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন।

12 Dec 25 1NOJOR.COM

আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বদিউল আলম মজুমদার

নিউজ সোর্স

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: বদিউল আলম

পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার