Web Analytics

২০২৫-২৬ করবর্ষের প্রথম দিনেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন রেকর্ড ১০,২০২ জন করদাতা, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। এনবিআর এবার ই-রিটার্ন দাখিলকে ব্যক্তিগত করদাতাদের জন্য বাধ্যতামূলক করেছে। তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী ও মৃত করদাতার প্রতিনিধিরা এর বাইরে থাকবেন। নিবন্ধন সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অনুমতি সাপেক্ষে পেপার রিটার্ন দাখিল করা যাবে। করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ ডাউনলোড করতে পারবেন।

06 Aug 25 1NOJOR.COM

২০২৫-২৬ করবর্ষে প্রথম দিনেই ১০,২০২ জনের রেকর্ড ই-রিটার্ন দাখিল

নিউজ সোর্স

ই-রিটার্ন দাখিলে প্রথম দিনেই রেকর্ড

উদ্বোধনের দিনেই ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ২০২ জন। যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।