Web Analytics

ফোনে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে উঠেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। অনেকে বলছেন, একজন জনপ্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। সোমবার দুপুরে সময় টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম বলেন, তার নিজ জমির খারিজ সংশোধন সংক্রান্ত তথ্য জানতে সরকারি মোবাইলে ফোন দেন এসিল্যান্ডকে। আলাপে এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “এসিল্যান্ডকে ভাই বলার কোনো বিধান নেই।” এরপর সঙ্গে সঙ্গেই তিনি ফোন কেটে দেন। পরে এঅ পর্যায়ে ফোন রিসিভ করে বলেন, কীভাবে সম্বোধন করতে হবে তা জেনে নিয়ে এরপর ফোন দিতে। আরো অনেকেই দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এ নিয়ে জেলা প্রশাসক বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Card image

নিউজ সোর্স

‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় ক্ষেপে গেলেন এসিল্যান্ড

ফোনে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। এরপর আর কোনো কথা না বলেই ফোন কেটে দেন এই কর্মকর্তা। তার এমন আচরণে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, একজন জনপ্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।