ইতালির ভিসা নিয়ে সুখবর, সতর্কও করেছে দূতাবাস
আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ বোঝা এবং শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশ পরিচালিত একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।