আ.লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গণহত্যার অভিযোগে জাবি শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতা জাকির হোসেন বলেছেন, বহু মানুষের জীবনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু ওদের মধ্যে গণহত্যার জন্য অনুতাপ নেই! এই সময়ে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তিনি। আরেক শিক্ষার্থী বলেছেন, লীগ ৭৫'ও ফ্যাসিস্ট ছিল, কেবল ২৪ নয়।
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।