Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম অভিযোগ করেছেন যে একটি গোষ্ঠী, যাদের তিনি 'কালচারাল ফ্যাসিস্ট' বলছেন, ছাত্রনেতা এবি জুবায়ের ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণাপূর্ণ অপপ্রচারের সাথে নিয়োজিত। বুধবার, ৫ নভেম্বর রাতের তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে কায়েম বলেন, ওই গোষ্ঠী ডাকসুর কার্যক্রমের প্রতিপক্ষ ভান করলেও তারা ক্রমে উগ্র ও সহিংস অবস্থান গ্রহণ করছে। তিনি বলেন, অবৈধ দোকান উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে তারা শিল্প ও সংস্কৃতিকে আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যক্তিদের দানবের মতো উপস্থাপন করছে। কায়েম এ ধরনের মানবতাবিরোধী চর্চা সাধারণ রাজনৈতিক বিতর্ক নয় বলে উল্লেখ করে এটি ইতিহাসের পুরোনো অপকৌশলের প্রতিধ্বনি হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন যে জনগণের সামনে কাউকে হত্যা-যোগ্য করে তোলা হচ্ছে। ডাকসু মানবতাবিরোধী এই মনোভাব ও সাংস্কৃতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে—এমনটাই তার অঙ্গীকার। তিনি কটাক্ষ করে বলেন, যারা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবেলা না করে কাউকে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করার মিশনে নেমে পড়ে, তাদের ঐতিহাসিক পরিণতিকে স্বীকার করতে হবে। নতুন বাংলাদেশে এ ধরনের সাংস্কৃতিক সন্ত্রাসকে স্থান নেই বলে তিনি জোর দিয়ে বলেছেন এবং এ ধরনের সহিংস ভাষাকে আশ্রয় দেয়ার যে কোনো প্রয়াসের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান।

06 Nov 25 1NOJOR.COM

সর্বমিত্র চাকমা (বামে) ও সাদিক কায়েম। ফাইল ছবি

নিউজ সোর্স

‘কালচারাল ফ্যাসিস্টরা’ যুবায়ের ও সর্বমিত্রের বিরুদ্ধে লেগেছে: ডাকসু ভিপি

একদল ‘কালচারাল ফ্যাসিস্ট’ চক্র ক্যাম্পাসে অবৈধ দোকান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা এ বি জুবায়ের ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।