চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?
চীন ও জাপানের মাঝে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর নাগরিকদের জাপান সফর এড়াতে বলেছে চীন। এবার চীনে থাকা জাপানিদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপান। বেইজিংয়ে জাপানের দূতাবাস তাদের ওয়েবসা