Web Analytics

আফগানিস্তান থেকে ছোড়া একটি ড্রোন তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে আঘাত হানলে তিন চীনা নাগরিক নিহত ও দুজন গুরুতর আহত হন। ২৬ নভেম্বরের এই ঘটনাটি ২৮ নভেম্বর নিশ্চিত করে দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস। নিহতরা চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএম-এর কর্মী ছিলেন। তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেনেডযুক্ত ড্রোনটি আফগানিস্তান থেকে এসেছে এবং সরাসরি ওই কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। চীন ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে এবং আফগান তালেবান সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। তবে কাবুল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়ও চীনা নাগরিকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

29 Nov 25 1NOJOR.COM

তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় তিন চীনা নিহত, তদন্তের দাবি জানাল বেইজিং

নিউজ সোর্স

তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত

তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন মতে, গত বুধবা