Web Analytics

কুষ্টিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযান শেষে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও তার এক সহযোগীকে। ২০০১ সালে জোট সরকারের আমলে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন এই সুব্রত বাইন। ছিলেন দীর্ঘদিন যাবত পলাতক। জানা গেছে, তার শিষ্য মোল্লা মাসুদকেও জানুয়ারিতে ভারতের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভাগ করে নেয় ভারতীয় কর্তৃপক্ষ। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত ৩০টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে—বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগনে মামুন হত্যা, পুরান ঢাকার ‘মুরগি মিলন’ হত্যাকাণ্ডসহ চাঁদাবজির অসংখ্য মামলা!

Card image

নিউজ সোর্স

সুব্রত বাইনের সঙ্গে গ্রেফতার কে এই মোল্লা মাসুদ?

দেশের অপরাধজগৎ দীর্ঘদিন ধরেই একাধিক শীর্ষ সন্ত্রাসীর দখলে ছিল, যাদের প্রভাব রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত। তাদের অনেকে বহু বছর ধরে দেশের বাইরে পালিয়ে থাকলেও দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনায় ঘুরেফিরে আলোচনায় উঠে আসেন তারা।