Web Analytics

ফিলিস্তিনে মানবিক ত্রাণ পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, আর অন্তত ২৩টি নৌযান উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় ৪৪ দেশের ৫০০ প্রতিনিধি, যাদের মধ্যে আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও রয়েছেন, এই উদ্যোগে অংশ নিয়েছেন। মিকেনো নামের একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে, তবে ইসরায়েলি বাহিনী তা আটক করেছে কিনা স্পষ্ট নয়। ইসরায়েলি কমান্ডোরা নৌযান ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের আটক করছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই বহরটি ৩১ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে, পরে তিউনিসিয়া, সিসিলি ও গ্রীস থেকে আরও নৌযান যুক্ত হয়। ইসরায়েল হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করলেও প্রমাণ দিতে পারেনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল।

02 Oct 25 1NOJOR.COM

ইসরায়েলি নজরদারি ও অবরোধের মধ্যেও গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ প্রবেশ করেছে, পথে আরও ২৩টি ত্রাণবাহী নৌযান

নিউজ সোর্স