জীবনাচার পরিবর্তনে ওষুধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব: মজিবুল হক
মানুষের সব রোগের উৎপত্তি পাকস্থলি থেকে। কিন্তু বর্তমান আধুনিক লাইফস্টাইল (জীবনাচার) পরিবর্তন করতে পারলে ওষুধ ছাড়াই সারা জীবন সুস্থতায় কাটিয়ে দেওয়া যায়। আমাদের রয়েছে চর্বি ভীতি (ফ্যাট ফোবিয়া)। কিন্তু চর্বি স্বাস্থ্যের জন্য সব সময় ক্ষতিকর নয়।