বিইএফসহ ৯ সংগঠনের দাবি : ২০ শ্রমিক নিয়ে ইউনিয়ন গঠনের প্রস্তাব কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে
প্রতিষ্ঠানের আকার যা-ই হোক না কেন মাত্র ২০ জন শ্রমিককে নিয়ে ইউনিয়ন গঠন করা যাবে। সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এ প্রস্তাবে শিল্প খাতের বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করছে শিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নেতৃত্বে রফতানিমুখী শিল্পসংশ্লিষ্ট নয়টি সংগঠন মনে করে এ প্রস্তাব শিল্পের বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে। এছাড়া কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলাসহ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে। গতকাল বিইএফসহ মোট ১০টি সংগঠনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।