রাশিয়াকে জি-৭ এ ফিরিয়ে আনা উচিত: ট্রাম্প
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এ আবারও রাশিয়াকে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মস্কোকে এ জোট থেকে বের করা ছিল বড় ভুল। ট্রাম্প বলেছেন, ‘আমি ওদের আবার পেলে খুশিই হবো। আমার মনে হয়, ওদের বের করে দেওয়াটা ভুল ছিল। দেখুন এটা রাশিয়াকে পছন্দ করা বা না করার প্রশ্ন নয়। এটা জি-৮ ছিল।