নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি
নেপালে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।
নেপালে টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শুক্রবার থেকে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির পুলিশ সদর দপ্তর জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জনের প্রাণহানি ঘটেছে। ইলাম জেলায় একাধিক ভূমিধসে ২৭ জন নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছে। উদয়পুরে দুইজন মারা গেছেন এবং একজন আহত। খোটাংয়ে বজ্রপাতে একজন নিহত, ভোজপুর ও মাকোয়ানপুরে কয়েকজন আহত হয়েছেন। পঞ্চথরে এক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেপালের পূর্বাঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।
নেপালে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।