রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয় ইউক্রেনীয় সেনাদের হাতে নিহত হয়েছেন। সেই সঙ্গে যুদ্ধে যোগ দেয়া আরও ১৬ ভারতীয় নিখোঁজ রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জসওয়াল।