Web Analytics

তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূনরেখায় স্থাপন করা সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে ঐতিহাসিক জোড়া মসজিদের সামনে একটি গাছে বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বিজিবি এর জোরালো প্রতিবাদ জানিয়ে কয়েক দফা বৈঠক করে ১০ ফেব্রুয়ারি, সমাধান হয়নি। ১১ ফেব্রুয়ারি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে ক্যামেরা অপসারণে রাজি হয় বিএসএফ। পরে ওই দিন রাতেই খুলে নেয় ক্যামেরা।

Card image

নিউজ সোর্স

তীব্র প্রতিবাদ, সিসি ক্যামেরা খুলে নিলো বিএসএফ

তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। গতকাল বিজিবি ও বিএসএফের মধ‍্যে পতাকা বৈঠকের পর রাত সাড়ে ১১টায় ক্যামেরাটি খুলে নেয় তারা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।