Web Analytics

দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বুধবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও দপ্তর সম্পাদক এনামুল হকসহ বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় তিন যুবক মোটরসাইকেলে এসে শরীফুল ইসলামের বাড়িতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কর্মকর্তারা মানববন্ধনে অংশ নিয়ে হামলার নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলেন।

14 Jan 26 1NOJOR.COM

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ সোর্স

আমার দেশের সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ | আমার দেশ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩: ২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৪
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘ