ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন, আহত ১০
ঢাকার ধামরাইয়ে বারোবাড়িয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ০৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিতে ছেয়ে যায়। কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। উক্ত ওষুধ কারখানার ভেতরে থাকা অফিসার ও কর্মচারীরা চরম আতঙ্কিত হয়ে পরেন। দৌড়ে নিরাপদ স্থানের দিকে হুড়োহুড়ি করে ছুটতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।