মুরাদনগরে বিএনপি ও এনসিপির জনসভা ঘিরে অনলাইনে উত্তেজনা, দুটি অনুষ্ঠানের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার
কুমিল্লার মুরাদনগরে একই দিনে পাশাপাশি এলাকায় জনসভা করবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দুই সমাবেশকে ঘিরে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বিকালে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকায় জনসভার আয়োজন করেছে বিএনপি। একই সময় পীর কাশিমপুর এলাকায় জনসভার করবে এনসিপি। দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দুদলের জনসভাকে ঘিরে অনলাইনে উত্তেজনা থাকলেও বাস্তবে দুটি অনুষ্ঠানের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এতে সংঘাত কিংবা সহিংসতার আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা। একটিতে প্রধান অতিথি বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং অপরটিতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।
কুমিল্লার মুরাদনগরে একই দিনে পাশাপাশি এলাকায় জনসভা করবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দুই সমাবেশকে ঘিরে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।