Web Analytics

ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলছে সদ্য বিবাহিত বাংলাদেশি যুবক জাকারিয়ার মরদেহ। মরদেহটি কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকার কাছে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। মৃতের আত্মীয়রা জানান, সদ্য বিবাহিত জাকারিয়া সকালে ৭টায় বাড়ি থেকে বের হয়েছিল। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেন স্থানীয়রা। এ নিয়ে ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, মরদেহটি ভারত সীমান্তের অভ্যন্তরে আছে। আলোচনার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক কারণ—তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

Card image

নিউজ সোর্স

ভারতের সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ

ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ। মরদেহটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া এলাকার ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব-পিলারের কাছে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।