১০ দিনের রিমান্ড শেষে বিএসবির খায়রুল বাশার কারাগারে
মানিলন্ডারিং আইনের মামলায় দশ দিনের রিমান্ড শেষে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন।